করোনা দাপটে পিছিয়ে গেল JEE অ্যাডভান্স ২০২১ পরীক্ষা
আগামী ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল
করোনা (Corona) সংক্রমনের দাপটে গত বছরের মার্চ মাস বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। চলছে অনলাইন পদ্ধতিতে পঠন পাঠন। চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বৈঠক করলেও এখনও অব্দি পরীক্ষা নেওয়ার কোন সুনির্দিষ্ট নোটিশ পাওয়া যায়নি। এর মধ্যেই করোনা সংক্রমনের কথা মাথায় রেখে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা IIT খড়গপুর তাদের JEE অ্যাডভান্স ২০২১ পরীক্ষা পিছিয়ে দিয়েছে। জানা গিয়েছে, আগে এই পরীক্ষা আগামী জুলাই মাসের ৩ তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে সঠিক সময় এই পরীক্ষা কখন হবে তা ঘোষণা করে দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই JEE অ্যাডভান্স পরীক্ষা তারাই দিতে পারে যারা JEE মেইন পরীক্ষা পাস করেছে। সেই অনুযায়ী চলতি বছর প্রায় ২.৫ লাখের কাছাকাছি ছাত্র-ছাত্রী এই JEE অ্যাডভান্স পরীক্ষায় বসত। এই পরীক্ষাতে মোট দুটি পেপার থাকে। প্রথম পেপারের পরীক্ষা হওয়ার কথা ছিল সকাল ৯ টা থেকে ১২ টা। দ্বিতীয় পেপার পরীক্ষা হওয়ার কথা ছিল দুপুর ২:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। এর জন্য পরীক্ষার্থীদের আগে থাকতেই অনলাইনে রেজিস্টার করতে হত। কিন্তু এই পরীক্ষা আপাতত পিছিয়ে গেল।