ফলাফল প্রকাশ ICSE ও ISC বোর্ডের, জেনে নিন কি করে রেজাল্ট পাবেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2021   শেষ আপডেট: 24/07/2021 5 p.m.

reasults.cisce.org ওয়েবসাইটে পড়ুয়ারা তাদের ফলাফল জানতে পারবে

করোনা (Corona) পরিস্থিতির মাঝে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসার পর এবার চলতি বছরে ফলাফল প্রকাশিত হল ICSE ও ISC এর। আজ অর্থাৎ শনিবার দুপুর ৩ টে নাগাদ ফলাফল ঘোষণা করেছে কাউন্সিল। তাঁদের তরফে জানানো হয়েছে, "এবার ICSE পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ছিল ২ লাখ ১৯ হাজার ৪৯৯ জন। এছাড়া ISC পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ছিল ৯৮ হাজার জন। দেশজুড়ে ICSE বোর্ডে পাশের হার ৯৯.৯৮ শতাংশ ও ISC বোর্ডে পাশের হার ৯৯.৬৩ শতাংশ। পশ্চিমবঙ্গে ICSE বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। তবে চলতি বছরে অন্যান্য বছরের মতো মেধা তালিকা প্রকাশ করা হবে না।" আসলে করোনা সংক্রমনের কারণে ফাইনাল পরীক্ষা লিখিত আকারে নেওয়া হয়নি। নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল ও দশম শ্রেণী ইন্টারনাল পরীক্ষার ফলাফল যোগ করে দশমের চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বর ও দ্বাদশ ইন্টার্নাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মার্কশিট প্রস্তুত করা হয়েছে। তাই জন্য চলতি বছর কাউন্সিলের পক্ষ থেকে কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না। ICSE ও ISC বোর্ডের পড়ুয়ারা কাউন্সিলের ওয়েবসাইট বা reasults.cisce.org ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জেনে নিতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট পেয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সমস্ত বোর্ডকে ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রকাশ করল ICSE ও ISC। তবে এখনো অব্দি CBSE বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করেনি।