প্রকাশ করা হল RRB-NTPC এর ফল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/01/2022   শেষ আপডেট: 15/01/2022 12:24 p.m.

ওয়েবসাইট থেকে দেখে নিন Merit list, জেনে নিন cut-off

দীর্ঘ অপেক্ষার অবসানের পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) তরফে প্রকাশ করা হলো বহু কাঙ্খিত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) র প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT-1) ফলাফল। প্রায় এক কোটি চাকরিপ্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। সকলে নিজ নিজ প্রান্তীয় (Regional) ওয়েবসাইটে গিয়ে তাদের ফল দেখে নিতে পারবেন।

মেধা তালিকার পাশাপাশি কাট- অফ জেনে নেওয়া যাবে। যারা এই প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলেন তারা দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT-2 ) জন্য যোগ্যতা অর্জন করলেন। বহুসংখ্যক পরীক্ষার্থী থাকার ফলে ফল দেখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই অসুবিধা এড়াতে উক্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতের কাছে রেখে দ্রুত ফল দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা। প্রায় ৩৫০০০ শূন্যপদে নিয়োগের জন্য ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি সি ই এন ০১/২০১৯ (CEN 01/2019) বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে বোর্ড। যদিও ফল প্রকাশের প্রাক্কালে শূন্যপদ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলে।

কিভাবে দেখবেন ফলাফল? ধাপ ১ : সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর রিজিওনাল ওয়েবসাইটে যান। ধাপ ২ : হোমপেজে ‘CEN 01/2019(NTPC)- CBT-I Result’ আছে। তার পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন। ধাপ  ৩ : একটি নতুন পেজ খুলে যাবে। ধাপ  ৪ :  'List of candidates shortlisted for CBT-II for Level-2'-র পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন। ধাপ ৫ : একটি পিডিএফ খুলে যাবে। যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে। ধাপ ৬ : ভবিষ্যতের জন্য সেই পিডিএফ ডাউনলোড করে রেখে দিন।

রিজিওনাল ওয়েবসাইট গুলির লিংক :

  • আমদাবাদ - www.rrbahmedabad.gov.in
  • আজমেঢ় - www.rrbajmer.gov.in
  • এলাহাবাদ - www.rrbald.gov.in
  • বেঙ্গালুরু - www.rrbbnc.gov.in
  • ভোপাল - www.rrbbhopal.gov.in
  • ভুবনেশ্বর - www.rrbbbs.gov.in
  • বিলাসপুর - www.rrbbilaspur.gov.in
  • চণ্ডীগড় - www.rrbcdg.gov.in
  • চেন্নাই - www.rrbchennai.gov.in
  • গোরখপুর - www.rrbgkp.gov.in
  • গুয়াহাটি - www.rrbguwahati.gov.in
  • জম্মু ও শ্রীনগর - www.rrbjammu.nic.in
  • কলকাতা - www.rrbkolkata.gov.in
  • মালদহ - www.rrbmalda.gov.in
  • মুম্বই - www.rrbmumbai.gov.in
  • পাটনা - www.rrbpatna.gov.in 
  • রাঁচি - www.rrbranchi.gov.in
  • সেকেন্দ্রাবাদ - www.rrbsecunderabad.nic.in
  • তিরবনন্তপুরম - www.rrbthiruvananthapuram.gov.in
  • শিলিগুড়ি - www,rrbsiliguri.gov.in
  • মুজফ্ফরপুর- www.rrbmuzaffarpur.gov.in

দীর্ঘ টালবাহানার পর ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ৩১ জুলাই পর্যন্ত এই পরীক্ষা হয়, এবার প্রকাশ পেলো CBT- 1 এর ফলাফল এখন পরবর্তী পরীক্ষা কবে হয় সেটাই দেখার।