১৫ই অক্টোবরের পর থেকে রাজ্যগুলিতে ধাপে ধাপে স্কুল খোলার সম্মতি কেন্দ্রের
শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলা নিয়ে যে দীর্ঘ জল্পনা চলছিল, ‘আনলক ৫’ এ সেই জল্পনার অবসান ঘটল। ১৫ই অক্টোবরের পর থেকে স্কুল খোলার বিষয়ে রাজ্যগুলি সিদ্ধান্ত নিতে পারে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।
করোনা আবহে শেষপর্যন্ত খুলছে স্কুল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা আনলক ৫ গাইডলাইনে বলা হয়েছে, ১৫ই অক্টোবরের পর থেকে ধীরে ধীরে স্কুল খুলতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। অবশ্যই কণ্টেনমেন্ট জোনের বাইরে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য এবং কেন্দ্রসাশিত অঞ্চলগুলি।
আরও পড়ুন
এই নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইন ক্লাস অগ্রাধিকার পাবে। স্কুলে যাওয়ার বদলে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে চাইলে অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে তবেই পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। স্কুলে হাজিরার ক্ষেত্রেও স্কুল কর্তৃপক্ষকে কড়াকড়ি করতে নিষেধ করা হয়েছে নির্দেশিকায়। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্র ছাত্রীদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় গুলিতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।