CBSE দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা বোর্ডের, নম্বর জমার সময়সীমা বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
CBSE বোর্ডে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেরিয়ে যাবে
করোনা (Corona) পরিস্থিতিতে গতবছরের মার্চ মাস থেকেই বন্ধ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। চলতি বছরে উচ্চমাধ্যমিক (HS Examination) হবে নাকি সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। কিন্তু শেষপর্যন্ত CBSE এবং রাজ্য সরকারের বোর্ডগুলি পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে। কিন্তু এখানে প্রশ্ন উঠেছিল কিভাবে হবে পড়ুয়াদের মূল্যায়ন? বিষয়টি স্পষ্ট করার জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) CBSE বোর্ডকে নির্দিষ্টভাবে জানানোর নির্দেশ দিয়েছিল। তারপর বোর্ডের তরফ থেকে ১২ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়। তারপর আজ সুপ্রিম কোর্টে একটি হলফনামা পেশ করে CBSE বোর্ড জানিয়ে দিয়েছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেরিয়ে যাবে। জানা গিয়েছে, পরীক্ষার মূল্যায়ন হবে দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মূল্যায়নের ভিত্তিতে। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণীর পারফরম্যান্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরম্যান্সের ভিত্তিতে।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকেও করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। মূল্যায়ন করার জন্য একাদশ শ্রেণির পাওয়া নম্বর অন্যতম বিবেচ্য বিষয় হয়ে উঠবে। তাই স্কুল গুলিকে সংসদ নির্দেশ দিয়েছিল প্রত্যেককে একাদশের নম্বরসিট সংসদে জমা দিয়ে আসতে হবে। সেই জমা দেয়ার সময়সীমা ছিল ১২ মার্চ থেকে ২১ মার্চ। কিন্তু প্রায় ২ হাজারের কাছাকাছি স্কুল হার্ডকপি সহ নম্বরের তালিকা এখনও অব্দি জমা দেয়নি। তাই পরিস্থিতির কথা বিচার করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর পাঠানোর মেয়াদ ২৩ মে থেকে বাড়িয়ে ২৮ জুন অব্দি করেছে।