শুধু তারকা হলেই মেলে টিকিট, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করে দলত্যাগ করলেন ফিরহাদ জামাতা ইয়াসির
তিনি বলছেন, যারা ৩৬৫ দিন ২৪ ঘণ্টা দলের জন্য কাজ করছে, তারা কোনো টিকিট পাচ্ছেনা
প্রার্থী তালিকায় নাম নেই, এই ক্ষোভে তৃণমূল কংগ্রেসের ওপর নিজের রাগ প্রদর্শন করলেন ফিরহাদ হাকিম এর জামাই ইয়াসির হায়দার। তিনি এই জন্য রাগে এবং ক্ষোভে দল ছাড়ার ঘোষণা করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এখন আর কোনোভাবেই তৃণমূলের সঙ্গে যুক্ত নন। এবার থেকে যেনো কোনো তৃণমূলের কাজে তাকে না ডাকা হয় তার ঘোষণা তিনি করে দিলেন। তবে আনুষ্ঠানিক ভাবে তিনি দলের সদস্যপদ ত্যাগ করেছেন, নাকি আবার দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে সেটা এখনই বোঝা যাচ্ছেনা। ইয়াসির কে প্রশ্রয় দেওয়ার বদলে ফিরহাদ হাকিম বারবার নিজের দলের কথাই শিরোধার্য করে গেছেন। তাই তার এই সিদ্ধান্ত বলেও অনেকের মতামত।
শুক্রবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই জল্পনা গড়ায় ইয়াসির এর একটি পোস্ট নিয়ে। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ইয়াসির লেখেন, "একজন বলে গেছেন, তারকা বা বিখ্যাত হলেই সহজে টিকিট মেলে। তার কথা তখন গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। যারা ৩৬৫ দিন ২৪ ঘণ্টা দলের জন্য কাজ করছে, তারা কোনো টিকিট পাচ্ছেনা। পরিবর্তে দিনের শেষে উপেক্ষিত থাকছেন তারাই। এটাই কঠিন বাস্তব।" নির্বাচনের নামে এই মুহূর্তে তামাশা চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।