অক্টোবরে লক্ষীর ভান্ডারের টাকা পাবেন না এই ৪ জেলার মহিলারা, কারণ জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/10/2021   শেষ আপডেট: 02/10/2021 4:52 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial

আজকে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা জানালেন কোন ৪ জেলার মহিলাদের টাকা দেওয়া হবে না এই অক্টোবর মাসে

নির্বাচনী আচরণবিধি থাকার কারণে অক্টোবর মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা পাবেন না ৪টি জেলার মহিলারা। শনিবার নবান্নে একটি আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, নির্বাচনী আচরণবিধি থাকার কারণে এই মুহূর্তে ৪টি জেলার মহিলাদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তারা নভেম্বর মাসে একবারে ২ মাসের টাকা পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, নদীয়া এবং কোচবিহারের উপভোক্তারা অক্টোবর মাসে লক্ষীর ভান্ডারের টাকা পাবেন না। নির্বাচন প্রক্রিয়া চলায় টাকা দেওয়ায় বাধা রয়েছে এই মুহূর্তে। তবে নভেম্বর মাসে একসঙ্গে দুই মাসের টাকা তারা পাবেন। তবে চিন্তার কোন কারণ নেই। তাদের টাকা বাদ যাবে না।"

রাজ্যের ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গোসাবা, শান্তিপুর, খড়দহ এবং দিনহাটায় ৩০ অক্টোবর ভোটগ্রহণ। আগামী ২ নভেম্বর এই চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণা। এই কারণেই বর্তমানে গোসাবার জন্য দক্ষিণ ২৪ পরগনা, খড়দহের জন্য উত্তর ২৪ পরগনা, শান্তিপুরের জন্য নদীয়া এবং দিনহাটার জন্য কোচবিহারে নির্বাচনী বিধিনিষেধ চালু রয়েছে। এই সময় এই চারটি জেলায় কোনো রকম সরকারি প্রকল্পের টাকা জমা পড়বে না। ঠিক এই কারণেই, বর্তমানে এই চারটি জেলায় লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

সেপ্টেম্বর মাসে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের অধীনে সাধারন শ্রেণীভুক্ত মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১,০০০ টাকা করে পেয়ে থাকেন। ইতিমধ্যেই, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই ভাতার প্রথম কিস্তি জমা পড়ে গেছে। তবে চারটি জেলার উপনির্বাচন ঘোষণা হওয়ার কারণে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানোর ওপর এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিলেন।