রবিবারেও ঝড়-বৃষ্টি? কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা?
আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?
কখনও মেঘলা আকাশ তো কখনও প্রবল রোদে জ্বলছে শরীর। আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা? তবে তার আগে বলে রাখা ভালো, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৯ ডিগ্রি কম। একই ভাবে আজকের অর্থাৎ রবিবারের তাপমাত্রাও কমেছে ২০.৬ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
এবং আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ থেকেই উন্নতি হবে আবহাওয়ার। কাটবে বৃষ্টির আশঙ্কাও। বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ, থাকবে পরিস্কার আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গে আজ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।