ঈদে কেমন থাকবে আবহাওয়া? অতিরিক্ত গরম নাকি বৃষ্টির পূর্বাভাস?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/06/2023   শেষ আপডেট: 29/06/2023 1:31 a.m.
instagram.com/street_licious_

সকাল থেকেই মুখ ভার আকাশের

সকাল থেকেই মুখ ভার আকাশের। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ ঈদ। আজও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কমলেও শনিবার থেকে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়ার সম্ভাবনা তিস্তা, তোর্সা, জলঢাকার মতো উত্তরবঙ্গের নদী গুলিতে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আকাশ থাকবে মেঘলা। তবে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।