পরিবার পিছু দেওয়া হবে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা
এবার প্রতিশ্রুতির মিছিলে যোগ দিল কংগ্রেস
বাতাসে ভোটের গন্ধ ভাসতে শুরু করেছে৷ ফলে প্রতিদিনই ধেয়ে আসছে নতুন নতুন প্রতিশ্রুতির বন্যা৷ এবার তাতে সামিল হল কংগ্রেস৷ আগামী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে পরিবার পিছু নগদ সাড়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি৷
রাজ্যে বাম–কংগ্রেস জোটের আরেক মুখ, বাম–পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী এর আগেই বলেছেন, তাঁরা আগামী দিনে সরকার গড়লে সমস্ত সরকারি শূন্য পদগুলি পূরণ করবেন৷ বিজেপির প্রতিশ্রুতি– ক্ষমতায় এলে তারা ৭৫ লক্ষ চাকরি দেবে৷ শুধু তাই নয়, তারা রীতিমতো চাকরির ‘প্রতিশ্রুতি কার্ড’ বিলি করতেও শুরু করেছিল৷ তা নিয়ে সর্বত্র, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যঙ্গ–বিদ্রূপ হওয়ায় সে প্রতিশ্রুতি ফিরিয়ে নিয়েছে তারা৷ এবার অধীর চৌধুরি জানালেন, ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের অনুকরণে, ক্ষমতায় এলে এ রাজ্যেও পরিবার পিছু নগদ টাকা দেবার ব্যবস্থা করবেন তাঁরা৷ যদিও কোথা থেকে জোগাড় হবে এই বিপুল অর্থ, সে হিসাবে যাননি তিনি৷ রাজ্য সরকারের কাছে অধীরবাবু অতিমারিতে বিপন্ন পরিযায়ী শ্রমিক পরিবারগুলিকে সাহায্যের দাবিও জানিয়েছেন৷