রেকর্ড হারে বাংলায় কমছে করোনা আক্রান্তের সংখ্যা, কাজ হচ্ছে কার্যত লকডাউনে
এদিন রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে জয় করে বাড়ি ফিরলেন
এবারে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে রীতিমতো করোনা মুক্তি শুরু হয়ে গেছে। পরীক্ষার সংখ্যা বাড়লেও লক্ষ্যণীয়ভাবে এদিন করোনা আক্রমণের সংখ্যা অনেকটা কমেছে পশ্চিমবঙ্গে। কার্যত লকডাউন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বেশ ভালো একটি পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। তার পাশাপাশি একদিনে রেকর্ড হারে অ্যাক্টিভ কেস কমেছে পশ্চিমবঙ্গে। আজকে দ্বিতীয় দিন হল যেদিন দৈনিক মৃত্যুর সংখ্যা ১৫০ এর নিচে। তার সাথেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বেশ অনেকটা কমে গিয়েছে এক ধাক্কায়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া ২৪ ঘন্টার রিপোর্ট জানা যাচ্ছে, রাজ্যে ১২,১৯৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কার্যত লকডাউন ডাকার সময় এই সংখ্যাটা ২১,০০০ এর কাছাকাছি ছিল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০০ কমেছে।
রাজ্যে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা এখন ১৪৫। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১৫,০০০ এর গণ্ডি। সুস্থতার হারও বেশ খানিকটা বেড়েছে। রাজ্যে ইতিমধ্যে টানা ২দিন হলো ১৫০ এর নিচে আছে দৈনিক করোনা মৃত্যুর ঘটনা। এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে কলকাতার দৈনিক সংক্রমণ। এখন কলকাতায় দৈনিক সংক্রমণ ২,০০০ এর নিচে। কিন্তু চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনা দৈনিক সংক্রমণ। এখনো উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ২,৫০০ এর কাছাকাছি। তবে রাজ্যের অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৭,৩৪৮। ৬ জেলা বাদ দিয়ে আপাতত সংক্রমণ সমস্ত জায়গাতেই কমে গিয়েছে। সব থেকে আশার কথাটি হলো, যেখানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার সময় এই ভাইরাসে সুস্থতার হার ছিল ৮২ শতাংশ, সেখান থেকে আজকের দিনে দাড়িয়ে সুস্থতার হার ৯০.৮০ শতাংশ, যা একটি নতুন রেকর্ড।