এবছরের দীপাবলিতে বাজি না পোড়ানোর অনুরোধ রাজ্য সরকারের
বাজি না পোড়ানোর আর্জি নিয়ে একটি মামলাও করা হয়েছে হাইকোর্টে
কয়েকদিন আগেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। সকল রাজ্যবাসীর কাছে রাজ্য সরকারের অনুরোধ যাতে দীপাবলিতে কেউ বাজি না পোড়ান। এদিন, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায় বলেন যে, "এবছর কালীপুজোতে শব্দবাজির ব্যবহার না করে সংযত এবং শান্তিপূর্ণ ভাবে পুজো কাটান"। দুর্গাপুজোর মত এই কালীপুজোতেও একই ভাবে সরকারকে সাহায্য করার কথা বলেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। সেই সঙ্গে তিনি জানান, প্যান্ডেলের তিন দিক খোলা রাখতে হবে এবং বিসর্জনেও কোন শোভাযাত্রা করা যাবেনা।
দীপাবলিতে বিভিন্ন ধরনের শব্দবাজি পোড়ানো বন্ধের আর্জি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে। আগামী ৫ই নভেম্বর বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। মূলত বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই অনুরোধ করেছেন রাজ্য সরকার। অনেক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, কিছু মানুষ ভুগছেন কোমর্বিডিটিতে। ফলে শব্দবাজি থেকে যে ধরনের দূষণ ছড়াবে তা সত্যিই করোনা আক্রান্ত রোগীদের জন্য ক্ষতিকর।