চমক ! দেড়শো আসনে প্রার্থী দেবে সংখ্যালঘু অধ্যুষিত 'ওয়েলফেয়ার পার্টি'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/03/2021   শেষ আপডেট: 05/03/2021 8:54 a.m.
By Source, Fair use, https://en.wikipedia.org/w/index.php?curid=31568481

নন্দীগ্রামেও লড়তে প্রস্তুত আবু তাহের আনসারিরা

বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এ যেন ঘটনার ঘনঘটা। সংখ্যালঘুদের তৃণমূল বা বিজেপি নয়, নিজের দখলে রাখতে ইতিমধ্যেই হাজির আব্বাসের সেক্যুলার ফ্রন্ট যারা এখন বাম কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ। এরই মাঝে সেই সংখ্যালঘুদের ভোট কুড়িয়ে নিতেই ময়দানে নামল সংখ্যালঘু অধ্যুষিত রাজনৈতিক দল ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া। তাদের রাজ্য সম্পাদক আবু তাহের আনসারি ঘোষণা করলেন রাজ্যের মোট বারোটি জেলা মিলিয়ে দেড়শো জন প্রার্থী দাঁড় করাবেন তারা যার মধ্যে রয়েছে ভাঙ্গড়, পূর্ব ও পশ্চিম মগরাহাট, দেগঙ্গা, চৌরঙ্গী, যাদবপুর, কলকাতা বন্দর, বজবজ, হাড়োয়া, আমডাঙা, নন্দকুমার, বহরমপুর, জঙ্গিপুর, সুতি, রঘুনাথগঞ্জ, রতুয়া, কুলপি, উত্তর সোনারপুর, ডায়মন্ড হারবার প্রভৃতি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, হাইভোল্টেজ নন্দীগ্রামেও প্রার্থী দেবে ওয়েলফেয়ার পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত উনিশের লোকসভা নির্বাচনে শুধুমাত্র জঙ্গিপুরেই প্রার্থী দাঁড় করান তারা। প্রার্থী হিসেবে ছিলেন জেএনইউএর ছাত্রনেতা ওমর খালিদের বাবা কিউ আর ইলিয়াস। এদিন তাদের রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন বাংলার মানুষের সুবিধার্থে তারা উপস্থিত। বিভাজন বা জাতপাতের রাজনীতি বা 'খেলা হবে' নয়, খাদ্য-বাসস্থান-কর্মসংস্থান নিয়ে লড়াই হবে। মদ, ঘুষ ও সুদের বিরুদ্ধে প্রচার করে শিল্প ও কৃষির উন্নয়নে জোর দিতে হবে।