কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? কবে মিলবে রোদের দেখা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/07/2025   শেষ আপডেট: 09/07/2025 6:54 p.m.
বৃষ্টি https://pixabay.com/

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

নেই রোদের ঝলক, বেজায় মুখ ভার আকাশের। তুমুল বর্ষণে কাহিল রাজ্যবাসী। বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতির কথা থাকলেও এখনও জেলায় জেলায় বৃষ্টির আমেজ। কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

জানা যাচ্ছে, বৃহস্পতিবারও বজায় থাকবে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খন্ডের দিকে সরতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, চলতি সপ্তাহেও বৃষ্টির থামার লক্ষণ নেই বরং একটানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।