Weather Update : উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
কলকাতার আকাশ মুখভার, বিক্ষিপ্ত বৃষ্টিপাত
দুই বঙ্গেই আকাশের মুখভার। উত্তরবঙ্গে (North Bengal) তো বৃষ্টির বিরাম নেই, সেইসঙ্গে দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। শহর কলকাতায় (Kolkata) সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। সেইসঙ্গে কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি হলেও গরম কমেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এখনও ভারি বৃষ্টি চলছে। সেইসঙ্গে ভূমিধসের পরিমাণ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত বিহারে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তার প্রভাবে চলছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ও রবিবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অতিরিক্ত বৃষ্টির জেরে পাহাড়ে ভূমিধসের পরিমাণ বেড়েছে। গতকাল ১০ নম্বর জাতীয় সড়কে ভূমিধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়। ভূমিধসের ফলে বাংলা এবং সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগে সমস্যা তৈরি হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। জারি হয়েছে, কমলা সতর্কতা। জলপাইগুড়িতে জারি হয়েছে হলুদ সতর্কতা। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।