Weather Update: কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা বাংলা, আজ কলকাতায় সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রির পূর্বাভাস
সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা, পারদ-পতন অব্যাহত
কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় জাঁকিয়ে পড়েছে শীত। রৌদ্রোজ্জ্বল আকাশ, সঙ্গে উত্তরের হাওয়ার মিশেলে শীত জ্বরে কাবু গোটা বাংলা। দক্ষিণ থেকে উত্তরের একাধিক জেলায় রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে এবারের শীত। শুক্রবারই ছিল এ মরশুমের শীতলতম দিন, তবে শনিবার পড়তে পারে আরও পারদ-পতন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ ডিগ্রি কম। আর শনিবার আবহাওয়ার পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস রবিবার আরও নামতে পারে তাপমাত্রা। শীতের দাপটে রীতিমতোই কাবু গোটা বাংলাই।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ছে কুয়াশার প্রকোপ। শুক্রবার ও শনিবার সান্দাকফুতে বাড়ছে তুষারপাতের আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীত আসার পথে প্রথমে বাধা তৈরি হয়েছিল। পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে সরে গিয়ে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ। আর সন্ধ্যা নামলেই হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা।
এদিকে রাত পোহালেই কলকাতা পুরসভার নির্বাচন। এনিয়ে বাড়তি চাপ তো আছেই। গতকাল কলকাতা হাইকোর্ট পুরোভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ করে দিয়েছে। এ নিয়ে বিজেপি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে উপস্থিত হয়েছে। আজ জরুরিকালীন ভিত্তিতে শুনানির সম্ভাবনা। কলকাতা পুরভোট শীতের ইনিংসের মধ্যেই বেশ সাড়া তৈরি করেছে। গতকাল সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার কাজ শেষ করেছে। শীত গায়ে মেখেই কলকাতাবাসীরা জমে উঠবেন ভোট উৎসবের মরশুমে।