দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে? কী বলছে আবহাওয়া দফতর?
আজ কখন হবে বৃষ্টি?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাভিশ্বাস আমজনতার। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। বৃষ্টি আসবে কবে? এই প্রশ্নের উত্তরে দিশেহারা সকলেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়ার খামখেয়ালিতে মিলবে না গরম থেকে রেহাই।
দক্ষিণবঙ্গে যখন হাঁসফাঁস অবস্থা, সে সময় উত্তরবঙ্গে বর্ষার চোটে দূর্ভোগ। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা। ক্রমশ বাড়ছে তিস্তার জল।
আরও পড়ুন
উত্তরের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।