কাটল দুর্যোগ, নিম্নচাপ পথ পরিবর্তন করে সরে গেল বাংলাদেশে
সপ্তমীর আকাশ আংশিক মেঘলা থাকলেও, অষ্টমী তে পুরোপুরি দুর্যোগ কেটে যাবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
কয়েকদিন আগেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল পুজোতে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই নিম্নচাপ ওড়িশা উপকূল থেকে বাংলা দেশের দিকে সরে যাচ্ছে বলে জানালো আবহাওয়া দফতর। সপ্তমীর দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেল থেকে ধীরে ধীরে কাটবে মেঘ। অষ্টমীর আকাশ থাকবে ঝকঝকে। শুধুমাত্র রাজ্যের উপকূলীয় অঞ্চল গুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন