রেল অবরোধে বাধাপ্রাপ্ত পিএসসি পরীক্ষার্থীরা, আবার দেওয়ার সুযোগ
উত্তরবঙ্গের পরীক্ষাকেন্দ্রে যাবার পথে বিভ্রাট
পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট-২ র পরীক্ষা ছিল রবিবার সকাল এগারোটা থেকে। তবে এদিন সকাল ৬টা থেকেই সারনা ধর্মকে বৈধ হিসেবে স্বীকৃতি দেবার দাবীতে আদিবাসীরা উত্তরবঙ্গের ব্যাপক এলাকা জুড়ে রেল ও সড়কপথে অবরোধের ডাক দেন।
আরও পড়ুন
ডালখোলা, আদিনা সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের আন্দোলনের জেরে আটকে পড়ে উত্তরবঙ্গের দিকে যাত্রা করা বেশ কয়েকটি ট্রেন, স্তব্ধ হয় ৩৪ নং জাতীয় সড়ক। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। সমগ্র পরিস্থিতির কথা জানিয়ে পিএসসির কাছে অনুরোধ করে রাজ্য সরকার আবার পরীক্ষা নেওয়ার জন্য। জবাবে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর দেন যে তথ্যপ্রমান সমেত আবেদন করলে তাঁদের জন্য বিশেষভাবে আরও একদিন পরীক্ষার দিন হিসেবে ধার্য হতে পারে।