পুরভোট : চলছে চার কেন্দ্রের ভোটগ্রহণ, বিধাননগরে ভুয়ো ভোটারের অভিযোগ
আসানসোলে সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি'কে ঘিরে 'গো ব্যাক' স্লোগান তৃণমূলের
বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গে চার পুরসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ (municipal election) প্রক্রিয়া। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। সকাল থেকেই পুরসভার ভোটকেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে মানুষের লাইন। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর ভোট চলছে শান্তিপূর্ণভাবেই।
বিধাননগরের ৪১ টি, চন্দননগরের ৩২ টি, আসানসোলের ১০৬ টি এবং শিলিগুড়ির ৪৭ টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোট নেওয়ার কাজ। সকাল ৯ টা পর্যন্ত ভোটের হারে সবথেকে এগিয়ে বিধাননগর। দু’ঘণ্টায় ১৩.৬৪ শতাংশ ভোট পড়েছে বিধাননগর পুরসভা কেন্দ্রে। ভোটদানের হারে সামান্য পিছিয়ে আসানসোল। ১৩.৫৭ শতাংশ ভোট পড়েছে সেখানে। শিলিগুড়িতেও ভোটের হাত ১৩ শতাংশ। অন্যদিকে ১১.৮১ শতাংশ ভোটদান নিয়ে চন্দননগরে ভোটের হার সবচেয়ে কম।
তবে এর মাঝেই বিধাননগরে ভুয়ো ভোটারের (fake voter) অভিযোগ উঠেছে। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে অন্যের নামে ভোট দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীপক্ষ। চন্দননগরেও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। বিজেপির অভিযোগ, পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল (TMC)। আসানসোলেও ২৭ নম্বর ওয়ার্ডে জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী-কে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তবে তৃণমূলের পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছিলেন বিজেপি বিধায়ক।