ডিসেম্বরেও বন্ধ রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়; ক্লাস ও পরীক্ষা অনলাইনে
ফাঁকা আসনগুলিতে ফের ভর্তির প্রক্রিয়া শুরু
উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ডিসেম্বর মাসেও রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খোলার সিদ্ধান্ত থেকে বিরত থাকল পশ্চিমবঙ্গ সরকার। আজ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধানদের একটি অনলাইন মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত সর্বত্র ক্লাস এবং পরীক্ষা অনলাইনেই চলবে। কারণ হিসেবে বলা হয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খুলতে হলে সংশ্লিষ্ট হস্টেলগুলিও খুলতে হবে। কিন্তু করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে তা সম্ভব, সে বিষয়ে কোনো ব্যবস্থা এই মূহুর্তে গ্রহণ করা যায়নি।
এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মিটিং-এ ঠিক হয়, রাজ্যের বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে খালি থাকা শূণ্য পদগুলিতে আবার ভর্তির প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই, যার জন্য বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজস্ব ওয়েব পোর্টাল চালু করবে। সূত্রের খবর, কবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির দরজা খুলবে এবং আবার তারা নিজেদের চেনা ছন্দে ফিরবে সে বিষয় নিয়ে জানুয়ারি মাসে সরকার আবার বৈঠকে বসবে উপাচার্যদের সঙ্গে।