উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির
আজ ১২ ঘন্টার বন্ধ উত্তরবঙ্গে
সোমবার মুখ্যমন্ত্রীর সভা কিরে একদিকে যেমন সরগরম ছিল মেদিনীপুর অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযানে পুলিশ বাধা দিলে পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল শিলিগুড়ি এবং এখানেই সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যুতে আজ উত্তরে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষ।
আগেভাগেই শিলিগুড়ির সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া, তরাই ডুয়ার্সে নাকা চেকিং, জলকামান ও মজুত করা কাঁদানে গ্যাসের শেল সহযোগে তৈরি ছিল বিরাট পুলিশ বাহিনী। বিজেপির আন্দোলন ব্যারিকেড ভেঙে ক্রমশ অগ্রসর হলে বাধাপ্রাপ্ত হয়ে মারমুখী হয়ে তারাও। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির প্রত্যুত্তরে তাঁরাও কাঁদানে গ্যাস ও জলকামান সহযোগে রুখে দেন উত্তেজিত জনতাকে। এই সংঘর্ষের মাঝেই উলেন রায় নামক এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মাথায় পুলিশের লাঠির আঘাত লেগেই তার মৃত্যু বলে বিজেপির দাবি।
মূলত এই ঘটনাকে সামনে এনে আজকের বন্ধ বিজেপির। তবে ওই ব্যক্তির মৃত্যুর ছাড়াও আরো অনেকেই আহত হয়েছেন, দাবী কৈলাস বিজয়বর্গীর।