তরুণীর অস্বাভাবিক মৃত্যু— রণক্ষেত্র হাওড়ার সাঁকরাইল এলাকা
পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ—কাঁদানে গ্যাস
তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো হাওড়ার সাঁকরাইল এলাকা। পোদরা এলাকার মেয়ে রুকসার খাতুন নিখোঁজ ছিলেন গত ৫ জানুয়ারী থেকে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে কোনো ফল পাননি স্থানীয় বাসিন্দারা। গত শনিবার স্থানীয় পুকুর থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ওই তরুণীর। এই হত্যা ঘটনায় পুলিশের হস্তক্ষপের দাবিতে শনিবারই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
তারপর দুদিন কেটে গেলেও এই মৃত্যু ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের এই উদাসীনতার কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একাধিক জায়গায় পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের দাবি নির্যাতিতার জুতো ওড়না জাতীয় জিনিস উদ্ধার হয়েছিল স্থানীয় একটি নির্ণীয়মান বাড়ি থেকে। ফলে এটি যে খুন সেই বিষয়ে সন্দেহ নেই। সারাদিনের পর সন্ধ্যার সময়েও বিক্ষোভকারীরা একই দাবি নিয়ে অবরোধ চালিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের উপর। হাতাহাতি বেঁধে যায় দুই পক্ষের। বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। তারপর বিক্ষোভ উঠলেও এখনও একাকার পরিস্থিতি থমথমে।