দিনহাটায় রেকর্ড ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2021   শেষ আপডেট: 02/11/2021 1:38 p.m.
Trinamool Congress flag By VNC200 - Own work, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=105101076

বাকি কেন্দ্রগুলি থেকেও জয়জয়াকার তৃণমূলের

পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল গননা চলছে। এর মাঝেই দিনহাটার ফলাফল প্রকাশ্যে এলো। সেই কেন্দ্রে বিপুল মার্জিনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। জানা যাচ্ছে, ১ লক্ষ ৬৩ হাজার ৫ টি ভোটে জয়লাভ করেছেন তিনি। জয়ের দৌড়ে বাকি কেন্দ্রগুলিতেও অনেকটাই এগিয়ে তৃণমূল।

উল্লেখ্য, এপ্রিল মাসের নির্বাচনে দিনহাটা থেকে জয়লাভ করেছিলেন বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে সেবারে মাত্র ৫৭ ভোটের ব্যবধানে যেতেন তিনি। যদিও লোকসভায় সাংসদ থাকার দরুন তাঁকে সেই পদ ত্যাগ করেতে হয়। সেকারনেই আবার নির্বাচন হয় দিনহাটায়। তবে এবার সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি।

দিনহাটার পাশাপাশি বাকি কেন্দ্রগুলি থেকেও অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। শান্তিপুরে ১৪ রাউন্ড গননার শেষে ৫০,৮৭৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর। খড়দহতে ১৪ রাউন্ড গননার শেষে ৮৪,০৯১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গসাবায় ১৫ রাউন্ড গননার শেষে অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। সেখানে বিজেপি প্রার্থীর থেকে ১,৩৩,৩১৮ ভোটে এগিয়ে আছেন তিনি। ফলে কার্যত বলাই যায়, চার কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধানে জয় হাসিল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দুঃসংবাদ বাড়িয়ে ৬ মাসের মধ্যে হাতছাড়া আরও দুটি কেন্দ্র (শান্তিপুর এবং দিনহাটা)। জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই জয় মানুষের জয়।