রাতে রেললাইনে কাজের সময় প্রবল বৃষ্টিতে ধ্বস, মৃত ২ শ্রমিক
দার্জিলিঙের সেবক-রংপো রুটে কাজ চলাকালীন এ ঘটনা, আহত অন্তত ৫
রেলের নির্মাণ কাজ চলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটল সেবক-সিকিম রেল টানেলে (Rail tunnel)। দার্জিলিঙের (Darjeeling) সেবক-রংপো রুটের ভালুখোলার কাছে রেললাইনে কাজ চলাকালীন টানেলে ধ্বস (Landslide) নামে। ঘটনায় মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত ৫ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিছুজন কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি।
সূত্রের খবর, দার্জিলিঙের সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। দিনে রাতে কাজ চলছিল বলে খবর। বৃহস্পতিবার রাতে রংপোর ভালুখোলার কাছে ৭ জন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই টানেলে ধ্বস নামে। ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষণ। জারি হয়েছে সতর্কতা। মুখ্যমন্ত্রী অতি বৃষ্টির জন্য তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এমন অবস্থায় এত বিপজ্জনক পরিস্থিতিতে রাতে কাজ করা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। তবে স্থানীয়দের দাবি, সাম্প্রতিক কালে টানেল ধ্বসের ঘটনা ঘটেনি। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।