তৃতীয় দফা শুরুর আগের রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ
নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি ছুরিকাঘাতে আহত
তৃতীয় দফা নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগেই রাজনৈতিক হিংসার বলি হল এক বিজেপি কর্মী। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মৃত্যু বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট বিধানসভায়। সূত্রের খবর, হুগলির গোঘাট বিধানসভার বদনগঞ্জের বাসিন্দা বিজেপির মহিলা কর্মী মাধবী আদককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, মৃত মাধবী দেবীর পরিবার দীর্ঘদিন বিজেপি দলের কর্মী সমর্থক বলে পরিচিত। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী মাধবী দেবীর বাড়িতে হামলা চালায়। লাঠি, বাঁশ, রড নিয়ে মারতে থাকে মাধবী দেবীর ছেলেকে। নিজের ছেলেকে বাঁচাতে গেলে মাধবী দেবীর উপর চড়াও হয়ে ওঠে সেই দুষ্কৃতী দল। লাঠি বাঁশের আঘাতে রাতেই মৃত্যু হয় মাধবী দেবীর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার এবং তিনজনকে আটক করেছে। পরিবারের তরফে অভিযোগ, গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের মদতে এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে ভোটের আগের রাতে বাড়ি ফেরার পথে বাগনানে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতি। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বাগনানের হ্যালাল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি যোগীবর বাগ গতকাল রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। বাগনানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরুনাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।