Bandel Station: ৭২ ঘন্টার ভোগান্তি কাটিয়ে আজ থেকেই ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচলের সম্ভাবনা
সব ঠিকঠাক থাকলে আজ বিকেল ৩ টের পর থেকে ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলের সম্ভাবনা
তিন দিনের চরম ভোগান্তির পর আজ দুপুর থেকেই ব্যান্ডেল শাখায় (Bandel Station) রেল চলাচলের প্রবল সম্ভবনা। সব ঠিকঠাক থাকলে আজ দুপুর ৩ টের পর থেকেই পূর্বসূচি মতোই রেল চলাচল শুরু হবে। দূর থেকে যে ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশন অভিমুখী সেগুলো বেলা ১ টা থেকেই চালু হয়ে যাবে, তবে ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ছাড়তে পারে দুপুর ৩ টের পর। সূত্রের খবর, ব্যান্ডেল স্টেশনে রুট রিলে ব্যবস্থা এবং ইন্টারলকিং সিস্টেমের কাজ রবিবার রাতেই মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। সোমবার সকালে রেল আধিকারিকরা গোটা স্টেশন পরিদর্শন করে ছাড়পত্র দিলেই ট্রেন চলাচলে আর কোন বাধা থাকবে না।
এদিকে টানা প্রায় ৭২ ঘন্টা ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অনেকেই প্রশ্ন তুলেছেন, লকডাউনের সময় যখন দীর্ঘ কয়েক মাস ট্রেন চলাচল বন্ধ ছিল, তখন কী এই ধরণের কাজ করা যেত না? এ নিয়ে বিভিন্ন স্টেশনে যাত্রী বিক্ষোভ ছিল চোখে পড়ার মতো। অনেকেই বেশি গাঁটের কড়ি খরচ করে ঘুরপথে চুঁচুড়া গিয়ে ট্রেন ধরছেন। এই সুযোগে অটোওয়ালা কিংবা টোটোচালকদের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে গতকাল রবিবার থাকায় যাত্রী দুর্ভোগ তুলনায় কম ছিল।
অন্যদিকে, ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকায় মানুষের বাসে গন্তব্যস্থলে পৌঁছানোর হিড়িক ছিল দেখার মতো। বিশেষত সপ্তাহের শেষ দিনে অনেকেই কলকাতা কিংবা তার লাগোয়া শহরতলি থেকে বাড়ি ফেরেন। ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকায় বাসই একমাত্র ভরসা। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এই পর্যটন সিজনে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার হিড়িক প্রবল। সেদিক থেকে দেখা গেছে এসপ্ল্যানেড থেকে ভলভো বাসে উত্তরবঙ্গ অনেকেই যাচ্ছেন। তবে সব ঠিকঠাক থাকলে আজ থেকেই ফের সচল ব্যান্ডেল স্টেশন।