১১৬ বি জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত অন্তত ৩, গুরুতর জখম অনেকেই
নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা, চালকের অবস্থা আশঙ্কাজনক
শুক্রবার সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। ১১৬ বি নন্দকুমার দিঘা জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি সব্জি গাড়ির। ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর এসেছে। ১৫ জন আহত, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, খেজুরি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বেসরকারি বাস। খুব সকালেই পূর্ব মেদিনীপুরের নরঘাটের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে বলে খবর। বাসটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়। বাসের চালকের অবস্থা অতি আশঙ্কাজনক। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত খবর। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়।
উল্লেখ্য, এমনিতেই ১১৬ বি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। যার জেরে বেশ কয়েকটি জায়গায় সংকীর্ণ রাস্তার ফলে দিনের পর দিন দুর্ঘটনা ঘটেই চলেছে। তার পাশাপাশি চণ্ডীপুরের কাছে জলপ্রকল্পের কাজে ব্যবহৃত গাড়িগুলি রাস্তার উপর রাতভর দাঁড়িয়ে থাকে। এমন ব্যস্ত রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকা নিয়ে এলাকাবাসীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। যার জেরেই মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন একাংশ। কিন্তু এদিনের এই মর্মান্তিক বাস দুর্ঘটনার পর এলাকাবাসীদের মধ্যে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।