পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির গ্রামে আচমকাই টর্নেডোর হানা, আতঙ্কে বাসিন্দারা
গতকালও একইরকম একটি টর্নেডোর দেখা মিলেছিল বসিরহাটে
সোমবার থেকে একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। একাধিক জায়গায় জমেছে জলও। তার মাঝেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি গ্রামে নয়া বিপত্তি। আচমকাই সেখানে আছড়ে পড়ল টর্নেডো। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে ধরা পড়েছে সেই টর্নেডোর ছবি। অযাচিত টর্নেডোর হানায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, বুধবার দুপুর বেলা কেশিয়াড়ি ব্লকের ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হটাৎই শুরু হয় প্রচণ্ড ঝড়। তবে কিছুক্ষনের মধ্যেই সেই ঝড় টর্নেডোর আকার নেয়। স্থানীয় বাসিন্দারা ঝড়ের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে টর্নেডোর আকার, মাত্রা। তবে এখনও পর্যন্ত টর্নেডোর জেরে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
এটাই প্রথম নয়, গতকালও প্রায় একইরকম এক টর্নেডোর দেখা মিলেছিল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে। ১ মিনিটের টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু বাড়ি। উপড়ে গেছিল বৈদ্যুতিক খুঁটি। বেশ কিছু বাড়ির টিনের চাল উড়ে গেছিল হাওয়ার দাপটে। ঘটনায় একাধিক গাছও উপড়ে রাস্তার উপর পড়েছিল। গতকালই পরিস্থিতি পরিদর্শনে যান হাড়োয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর রঞ্জন মান্না। যদিও ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনও সম্পূর্ণ খবর পাওয়া যায়নি, তবে গতকালের ঘটনায় একাধিক আহত হয়েছেন বলেই সূত্রের খবর।