তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! মুখ্যমন্ত্রীকে চিঠি নামী সংস্থার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/10/2021   শেষ আপডেট: 30/10/2021 5:04 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

তোলাবাজির অভিযোগ তুলল রিয়েল এস্টেট গ্রুপ

খোদ তৃণমূল নেত্রীর কাছেই তাঁর দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলল রিয়েল এস্টেট গ্রুপ। তাঁদের বিস্ফোরক অভিযোগ, "প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি করছে তৃণমূল। না দিতে পারলেই অপহরণ করে নিয়ে যাচ্ছে।" প্রসঙ্গত, গত শুক্রবার রিয়েল এস্টেট গ্রুপের তরফে স্পষ্ট অভিযোগ করা হয়েছে, নিজেকে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একজন ব্যক্তি তোলা চেয়েছিল। তা না দেওয়ায়, হুগলি জেলা থেকে তাঁদের তিনজন ইঞ্জিনিয়ারকে অপহরণ করা হয়েছে। ওইদিনই এই ইস্যুতে সরব হয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন।

এক সংবাদমাধ্যমকে এই ইস্যুতে মহেশ আগরওয়াল জানিয়েছেন, পুলিশকেও অভিযোগ জানিয়েছি। ২৮শে অক্টোবর ওই ব্যক্তি সাইটে এসে তোলা চায়। না দিতে পারলে তার রাজনৈতিক ক্ষমতা দেখাবে বলেও হুমকি দেয়। পরের দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বর যুক্ত সাদা রঙের স্করপিওতে চেপে এসে লোকজনকে মারধর করে তিনজন ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে যায়। টাকা না দিলে তাদের ছাড়া হবে না বলেও জানিয়েছে। এমন ঘটনায় রীতিমতোন ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধীরা।