আজ শেষ হচ্ছে বিধিনিষেধের মেয়াদ, ট্রেন নিয়ে বড়ো ঘোষণা কর্তৃপক্ষের
পুজোর মরশুমেও কি চলবে বিধিনিষেধের বোঝা? উত্তর এখনও অধরা
পুজোর বাকি আর মাত্র কিছুদিন। শেষবেলায় পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর এই সময় যাত্রীদের আরও সুবিধা দিয়ে ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। আগামী সপ্তাহ থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা। সোমবার থেকে দিনে এবার থেকে চলবে ২৬৬ টি মেট্রো। আগে চলত ২৫৬টি। এদিন বিজ্ঞপ্তি জারি করে নতুন সময়সূচির কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, পুজোর ভীড় নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত।
তবে দিনে ১০টি মেট্রো বাড়লেও, দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল আসেনি। পূর্বের সময়সূচিই কার্যত বহাল থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও এবারেও চালু হল না টোকেন পদ্ধতি। স্মার্ট কার্ডেই চলবে যাতায়াত।
কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও কোনও টোকেন দেওয়া হবে না কাউন্টার থেকে। যাত্রীদের স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করতে হবে। মেনে চলতে হবে কোভিডবিধি। প্রতিটি মেট্রো স্টেশনে স্যানিটাইজার রাখা হবে। যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কি না, সে বিষয়েও কড়া নজর রাখা হবে।
তবে আগামী সপ্তাহ থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য ১৬৭টি মেট্রো পাওয়া যাবে। যা আগে ছিল ১৪৮ টি। এখানেই বেশ বাড়তি সুবিধা পেল আমজনতা। অন্যদিকে, দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মিলবে পরিষেবা।
তবে আজ শেষ হচ্ছে বিধিনিষেধের পর্ব। নতুন করে পুজোর মরশুমেও ফের বিধিনিষেধ আরোপ হবে কিনা, তা নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি সরকারের। কবে খুলবে লোকাল ট্রেন? সে বিষয়েও নেই উত্তর। তবে আপাতত মেট্রোর সংখ্যা বৃদ্ধিতেই খুশি অধিকাংশ।