সংযুক্ত মোর্চার মিছিলের ওপর ইঁট-পাটকেল নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রানিনগরের শাসক বিরোধী সংঘর্ষে জখম ১৩
বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি আছে আরও চার দফা। কিন্তু জেলায় জেলায় শাসক-বিরোধী সংঘাত অব্যহত। এবার রানিনগরের সোনারপাড়ায় বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার একটি মিছিলের ওপর ইঁট-পাটকেল-লাঠি নিয়ে চড়াও হয়ে ব্যপক হামলা চালানোর অভিযোগ উঠলো শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঠিক উল্টো অভিযোগ করে তৃণমূল জানিয়েছে, তাদের কর্মী সমর্থকদের ওপরই আগে আঘাত করে সংযুক্ত মোর্চার সদস্যরা। বাগবিতণ্ডা চরমে উঠলে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষই। দুদিক মিলিয়েই কমবেশী প্রায় ১৩ জন জখম হয়েছেন। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
ঠিক কি হয়েছিল? জানা গেছে, গতকাল রানিনগরের সেনপাড়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমের প্রচারে হাজার দুয়েক জনসমাগমে এক মিছিল বেরোয়। ফিরোজা বেগম নিজেই অভিযোগ করেন, অত্যন্ত পরিকল্পিতভাবে মিছিলের পিছন দিক থেকে ইঁট পাটকেল, লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সংযুক্ত মোর্চার আট কর্মী আহত হয়েছেন তাদের ছোঁড়া ইঁটের আঘাতে। যদিও কংগ্রেসের এই দাবি নস্যাৎ করে রানিনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন জানান, ওদের মিছিল থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে গালিগালাজ করা হচ্ছিল। প্রতিবাদ করলে মোর্চার কর্মীরাই আগে চড়াও হয়। এই সংঘর্ষে তৃণমূলের ৫ কর্মী জখম হয়েছে বলে জানান তৃণমূল প্রার্থী।