কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হলো শুভেন্দুর ভাই সৌমেন্দুকে
সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তিনি দলে থেকে শুভেন্দুর হয়ে কাজ করছেন
তৃণমূলের প্রতি আনুগত্য নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে নিয়ে। এই সন্দেহে এবারে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হলো সৌমেন্দু অধিকারীকে। বেশ কিছুদিন আগেই তৃণমূলের কার্যকরী সভাপতি তথা রামনগরের বিধায়ক অখিল গিরি এই পূর্বাভাস দিয়েছিলেন। এবার তাকেই সত্যি প্রমাণ করে তৃণমূল কংগ্রেস ওই পদ থেকে সরিয়ে দিল সৌমেন্দুকে।
শুভেন্দুর বিজেপিতে যোগদানের পরেই প্রশ্ন উঠেছিল অধিকারী পরিবারের অন্যান্যদের অবস্থান নিয়ে। আগেই শুভেন্দু থেকে দূরত্ব তৈরি করা শুরু হয়েছিল। এবারে কার্যত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দূরত্ব তৈরি শুরু করল তৃণমূল কংগ্রেস। সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে অখিল গিরির অভিযোগ, দাদা শুভেন্দুর মিটিং মিছিলের আয়োজন করছেন ভাই সৌমেন্দু। কখনো বিজেপির সভা আবার কখনো দাদার অনুগামী সভা সবখানেই তিনি পাঠাচ্ছেন। এই কারণে তাকে কাঁথি পৌরসভা প্রশাসক পদ থেকে সরানো হলো।