বিধায়ক পদ থেকে পদত্যাগ বেচারাম মান্নার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/11/2020   শেষ আপডেট: 13/11/2020 5:14 a.m.
-facebook

আগামীকাল অর্থাৎ শুক্রবারে বেচারাম মান্নার অনুগামীরাও সিঙ্গুরে গণ পদত্যাগ করবে বলে জানা গেছে

হুগলী জেলাতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছিল বেশ কিছুদিন ধরেই। সেই অন্তঃকলহ কে সামনে রেখেই পদত্যাগ করলেন হরিপাল হুগলীর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবারে সিঙ্গুরে বেচারাম মান্নার অনুগামীরাও গণপদত্যাগে সামিল হবে বলে জানা যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বেচারাম মান্নার সংঘাত চলছিল। সম্প্রতি ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন্দল চরমে ওঠে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ঘনিষ্ঠ মহাদেব দাসকে সরিয়ে ব্লক সভাপতি করা হয় বেচারাম ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে। এ নিয়ে ক্ষোভ ও প্রকাশ করেন রবীন্দ্রনাথ। এদিন এই সংঘাত মেটাতে মমতা বন্দোপাধ্যায় বেচারাম কে ফোন করে ব্লক সভাপতি হিসাবে মহাদেব কে ফিরিয়ে আনতে নির্দেশ দেন। সেই সঙ্গে বলেন যে এরকম ভাবে চলতে থাকলে সামনের নির্বাচনে টিকিট পাবেন না বেচারাম।

এরপরই আজ বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কাছে বিধায়ক পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন বেচারাম মান্না।