ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে দলীয় প্রতীক নিয়ে প্রবেশ বিজেপি তারকা প্রার্থী হিরনের, অভিযোগ জানাল তৃণমূল
তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন হিরণ চক্রবর্তী
আজ রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন চলছে। এই দ্বিতীয় দফা নির্বাচনে রাজ্যের ৪ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। এরইমধ্যে খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারকা অভিনেতা হিরণ চক্রবর্তী। কিন্তু নির্বাচন শুরুর সময় তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছে যে বিজেপি তারকা প্রার্থী হিরণ চক্রবর্তী দলীয় প্রতীক নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করেছে যা সম্পূর্ণ নির্বাচনী নিয়মবিরুদ্ধ। এই অনিয়ম দেখেও কিছু বলেনি কেন্দ্রীয় বাহিনী। আর কেন কেন্দ্রীয় বাহিনী এত নিষ্ক্রিয়? এই প্রশ্নেই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
অন্যদিকে তারকা প্রার্থী পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, "গতকাল সন্ধে থেকে তৃণমূল গুন্ডারা রাস্তায় বেরিয়ে পড়েছিল। ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে লোডশেডিং করেছিল। সারা রাত ধরে সন্ত্রাস চালিয়েছিল। কিন্তু বাংলার মানুষ এবার চাই ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত সরকার। খড়্গপুরের মানুষ সকলেই উন্নয়ন চাই। তারা বিজেপিকে বিপুল ভোটে জয়ী করবে। ৯৫ শতাংশ ভোট পড়বে এবং বিজেপি জিতবে।"