ফের ধনকুবের শিরোপা মুকেশ আম্বানির মুকুটে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/03/2021   শেষ আপডেট: 02/03/2021 6:59 p.m.
-

ভারতীয় ধনকুবেরের তালিকায় মুকেশ আম্বানির পরে রয়েছেন আদানী গ্রুপের গৌতম আদানী

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) মুকুটে নয়া পালক। Hurun Global Rich List 2021-এ বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হিসেবে জায়গা পেলেন মুকেশ আম্বানি। বিগত এক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.০৯ লাখ কোটি। এমনকি চিনা ধনকুবের ঝাং শানশানকেও পিছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছেন মুকেশ আম্বানি। এরপরেই আছেন অ্যামাজনের জেফ বেজোস (১৮৯ বিলিয়ন ডলার), এলভিএমএইচ মোয়েট হেনেসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লুই ভুইটন বার্নার্ড আর্নল্ট (১১৪ বিলিয়ন ডলার), মাইক্রোসফ্টের বিল গেটস (১১০ বিলিয়ন ডলার) এবং ফেসবুকের মার্ক জুকারবার্গ (১১১ বিলিয়ন ডলার)।

হুরুন রিপোর্টের চেয়ারম্যান ও প্রধান গবেষক রুপার্ট হুগুয়ার্ফ বলেছেন, "কোভিড১৯ এর ফলে দেশব্যাপী বিঘ্ন ঘটেছে, তবুও এই বছর গত দশকের সবচেয়ে বড় সম্পদ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব কেবলমাত্র এক বছরে এত বেশি সম্পদ তৈরি হতে দেখেনি।" ভারতীয় ধনকুবেরের তালিকায় মুকেশ আম্বানির পরে রয়েছেন আদানী গ্রুপের গৌতম আদানী ও পরিবার। যার সম্পদ প্রায় দ্বিগুণ হয়ে ৩২ বিলিয়ন ডলার হয়েছে।

Hurun Global Rich List 2021 -এ মোট ৬৮টি দেশের ৩২২৮জন ধনকুবের ২৪০২টি কোম্পানি অংশগ্রহণ করেন। এতে হুরুন রিপোর্ট বলেছে, "কোভিড ১৯ মহামারী সত্ত্বেও পর্যালোচনাধীন সময়ে বিশ্বজুড়ে সমস্ত ধনকুবের মোট সম্পদ ৩২% ছাড়িয়েছে।"