বাঘের পায়ের ছাপ— আতঙ্কে ঘরবন্দী গোটা গ্রাম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 5:55 a.m.

বন দফতরের উপস্থিতিতে স্বস্থি পেলো গ্রামবাসীরা

ফের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনায়। কুলতলির ৬ নম্বর বৈকণ্ঠপুর এলাকায় সোমবার সকালে হঠাৎই বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। তৎক্ষণাৎ সতর্ক করা হয় গোটা গ্রামের মানুষদের। বাঘের ভয়ে সম্পূর্ণ গৃহবন্দী হয়ে যান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরে।

বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা পর্যবেক্ষণ করেন। ছাপগুলি পরীক্ষা করে তাঁরা জানান একটি বয়স্ক বাঘ লোকালয়ে ঢুকে পড়লেও সে আবার জঙ্গলে ফিরে গেছে। বন দফতরের কর্তাদের অনুমান স্থানীয় আজমলমারির ১২ নম্বর জঙ্গল থেকে পথ হারিয়ে বাঘটি এসে পড়ে রবিবার রাতে। সকালের আলো ফুটতেই সে আবার জঙ্গলে ফিরে গেছে।

এই এলাকায় লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। ফলে এমন মাঝে মধ্যেই এমন গৃহবন্দী দশা হয় স্থানীয়দের। তবে সোমবারের ঘটনায় বন দফতরের তৎপরতায় আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে বৈকণ্ঠপুর।