সাইকেল দিতে গিয়ে চাপ বাড়ছে রাজ্যের, বিকল্প পথ দেখালেন মুখ্যমন্ত্রী
প্রত্যেক বছর ১০ লক্ষ সাইকেল কিনতে রাজ্যের খরচ হয় ৩৪০ কোটি টাকা
সবুজ সাথী প্রকল্পের দরুন পশ্চিমবঙ্গে প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়ারা সাইকেল পেয়ে থাকে। কিন্ত সেই সাইকেল কিনতে হয় লুধিয়ানা থেকে। এতে রাজ্যের কোষাগারে খরচের চাপ বাড়ে। কাজেই, এই পরিস্থিতিতে বন্ধ হতে পারে সবুজ সাথী প্রকল্প? না। বরং এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক কর্তাদের বিকল্প পথ বলে দিলেন।
মুখ্যমন্ত্রীর ইচ্ছে, যদি এই রাজ্যেই সাইকেল কারখানা গড়ে তোলা যায় তাহলে আর ভিন রাজ্য থেকে সাইকেল কিনতে হবে না। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই রাজ্যে সাইকেল কারখানা তৈরি করতে প্রস্তুতকারক সংস্থাগুলির থেকে আগ্রহপত্র চাইল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে শিল্পোন্নয়ন নিগম একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে আবেদন করতে হবে। আশা করা হচ্ছে, এতে লক্ষ্য হবে আরও শিল্পায়ন এবং কর্মসংস্থান।
নবান্ন সূত্রের খবর, এই আগ্রহপত্র পেলেই বাকি কাজ দ্রুত শুরু হয়ে যাবে। নিগম সূত্রের দাবি, জমি পেতে সমস্যা হবে না। কারণ, সরকারের হাতে যে শিল্প তালুকগুলি রয়েছে, সেখানে জমি পেতে বাধা নেই। বিনিয়োগকারীদের যে সব সুযোগ-সুবিধা সরকার দিয়ে থাকে, এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।