করোনার ঝাঁঝ সামলে বিধি মেনেই খোলা থাকছে ইস্কন ও তারাপীঠ মন্দির
পরিস্থিতি সামাল দিতে নিয়োগ করা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী
করোনা পরিস্থিতিতে (Coronavirus) বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির (Tarapith Temple) এবং ইস্কন মন্দির (Iskon Temple)। তবে কোভিডবিধি মেনে একসঙ্গে ৫০ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আজ ইস্কনের পক্ষে থেকে জানানো হয়েছে, মন্দির একসঙ্গে ৫০ জন করে মন্দিরে প্রবেশ করা যাবে। দর্শনার্থীদের অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।মন্দিরের বাইরে বা ভিতরে কোনও জমায়েত করা যাবে না।
অন্যদিকে, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, তারাপীঠ মন্দির আপাতত বন্ধ হচ্ছে না। তবে মন্দির খোলা থাকলেও কোভিড বিধি প্রত্যেককে মানতে হবে। একসঙ্গে ৫০জনের বেশি মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
এই প্রসঙ্গে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "যত দিন না কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তত দিন দর্শনার্থীদের কোভিড বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে।"
একই ভাবে তারাপীঠ মন্দিরের সেবায়েত কমিটির প্রধান তারাময় মুখোপাধ্যায় বলেন, "আমরা ইতিমধ্যেই ১৬জন অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করেছি। ভক্তদের কোভিড বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে।"