আয় বাড়াতে রেল মিউজিয়াম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের, তুঙ্গে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/06/2021   শেষ আপডেট: 25/06/2021 9:50 a.m.
হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম https://www.museumsofindia.org/museum/479/rail-museum

রাজ্য সরকার রেলের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে

এবার ভাড়ায় মিলবে রেল মিউজিয়াম (Rail Museum)। জন্মদিন থেকে বিয়েবাড়ি সবেতেই ভাড়ায় পাওয়া যাবে। হাওড়া স্টেশন (Howrah Station) সংলগ্ন মিউজিয়ামটিকে ভাড়ায় দেওয়ার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে বিতর্ক তুঙ্গে।

এই রেল মিউজিয়ামের মধ্যে ভারতীয় রেলের বিভিন্ন সময়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে রেলের বিভিন্ন মডেলের পুরনো স্টিম ইঞ্জিন, সিগন্যাল, চাকা, কোচ, লাইনের যন্ত্রাংশসহ ট্রেনের দুষ্প্রাপ্য ছবি। মিউজিয়ামের মূল অংশে রয়েছে মিনি হাওড়া স্টেশন, বিভিন্ন কোচের মডেল, রেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি বিভিন্ন স্থাপত্য। এমনকী টয়ট্রেনও রয়েছে। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটকই পুরনো ইতিহাসের টানে মিউজিয়ামে ভিড় জমান। এমন একটি ঐতিহাসিক মিউজিয়াম ভাড়া দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই সব পক্ষ বিরোধিতা করেছে। রাজ্যের মন্ত্রী অরূপ রায় রেলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানা গেছে, এই মিউজিয়ামটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার অনুমোদন মিলেছে রেল দফতরের কাছ থেকে। ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছিল এবং তাতে সাড়াও মিলেছে। কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন রেলের এই মিউজিয়ামটি বন্ধ। ফলে রেল আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে। তাই বিকল্প আয়ের কথা চিন্তা করে রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি জানিয়েছেন রেলের এই সিদ্ধান্ত অনৈতিক। এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে এমন কাজে ব্যবহার করা যায় না। যদিও হাওড়ার বিজেপি নেতৃত্ব রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।