আগামী তিনদিনের মধ্যেই শেষ করতে হবে দুয়ারে ত্রাণ কর্মসূচি, নির্দেশ দিল নবান্ন
এখনো অনেক জেলায় ক্ষতিপূরণ দেওয়া বাকি আছে
দুয়ারে ত্রাণ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকার বিপুল সংখ্যক মানুষের কাছে ক্ষতিপূরণ হিসেবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে সরকারের আর্থিক সাহায্যমূল্য। কিন্তু ঘূর্ণিঝড়ের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অনেক রাজ্যবাসীর অ্যাকাউন্টেই সেই টাকা পৌঁছে দেওয়া যায়নি। তাই আর ফেলে না রেখে আগামী শুক্রবারের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষের বেশি মানুষ এই প্রকল্পে অর্থসাহায্য পেয়েছেন। কিন্তু বিপর্যয় মিটে গেলেও বেশ কিছু জেলায় খারাপ আবহাওয়ার কারণে সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখা সম্ভব হয়নি তাই কাজ শেষ হতে এখনো বাকি আছে।
গতদিন রাজ্যের মুখ্যসচিব এইচ. কে দ্বিবেদী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির জেলাশাসকদের কড়া নির্দেশ দেন দ্রুত কাজ শেষ করার জন্য। দুয়ারে ত্রাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত ৩রা জুন। আবেদনপত্র জমা পড়ে ১৮ই জুন পর্যন্ত। ১৯ থেকে ৩০ শে জুন পর্যন্ত চলে সেগুলি যাচাই করার কাজ। ৭ই জুলাইয়ের মধ্যে সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল রাজ্য সরকার। সেই কাজে দেরি হওয়াতেই এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। বলাই বাহুল্য, আম্ফানে ত্রাণ সামগ্রী নিয়ে বিরোধীদের তরফ থেকে একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই এবার ত্রাণ পৌঁছে দিতে বিন্দুমাত্র আপোস করতে রাজি নয় রাজ্য।