ড্রেন থেকে উদ্ধার শিশুকন্যার দেহ, উলুবেড়িয়ার পর শিবপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/08/2022   শেষ আপডেট: 26/08/2022 9:21 a.m.
@Unsplash

ভ্রুণ হত্যা অপরাধ, তারপরেও আকছার ঘটছে এমন ঘটনা

হাওড়ার উলুবেড়িয়ার পর এবার শিবপুর। ড্রেনের ভেতর থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যার (Newborn Child) দেহ। সূত্রের খবর, জন্মের কয়েক ঘন্টা পরেই সদ্যোজাতকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাউস ঘাট রোড এলাকার ঘটনা। একটি ড্রেনের মধ্যে মৃত শিশুটির দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় এলাকার কয়েকজনের নজরে আসে গোটা বিষয়টি। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় শিবপুর থানার পুলিশ। গোটা ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

ভ্রুণ হত্যা আইনত নিষিদ্ধ হলেও বারে বারেই ভ্রূণ হত্যার অভিযোগ উঠছে। সমানতালে চলছে কন্যা ভ্রুণ হত্যার ঘটনা। সদ্যোজাত শিশুর দেহও পড়ে থাকতে দেখা যাচ্ছে নর্দমা বা আবর্জনার স্তূপে। আইনের ফাঁক গলে, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এমনসব ঘটনা বারবার ঘটে চলেছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।

উল্লেখ্য, কিছুদিন আগে উলুবেড়িয়াতে এমন ভ্রুণ হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রাইভেট নার্সিংহোমগুলির বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছিল। দু-তিন মাসের শিশুভ্রুণ হত্যার অভিযোগ উঠেছিল। ফের উলুবেড়িয়ার পর হাওড়ার শিবপুরের ঘটনা।