ইংরেজি, বাংলা কিছুই পড়াতে পারেন না, বাঁকুড়ার সেই প্রাথমিক শিক্ষক এবার ছুটিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2022   শেষ আপডেট: 18/07/2022 8:11 a.m.
শিক্ষক https://www.pexels.com/photo/

অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক

ইংরেজি পড়ানো তো দুরস্ত, বাংলা বানান পর্যন্ত জানেন না বিদ্যালয়ের শিক্ষক। স্কুল পড়ুয়াদের বাবা-মায়েরা এমন অভিযুক্তকে এবার ছুটিতে পাঠাতে কার্যত বাধ্য করলেন। সেই শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। তারপর তড়িঘড়ি ওই শিক্ষকের জায়গায় একজন নতুন শিক্ষককে নিয়ে আসা হলো বাঁকুড়ার ওই স্কুলে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশে শনিবার বাঁকুড়ার চড়ুইকুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিলেন মিঠুন সাঁতরা নামের একজন শিক্ষক।

সদ্য ছুটিতে যাওয়া ওই শিক্ষকের বিরুদ্ধে গত সোমবার ওন্দা ব্লকের ওই প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। তাঁদের দাবি, বাঁকুড়ার সোনামুখী ব্লকের বাসিন্দা ওই শিক্ষক কাজে যোগ দেওয়ার পরে শুরুতে তেমন কিছু মনে হয়নি। তবে পরে দেখা যায় ছেলেমেয়েরা পরীক্ষার খাতায় সঠিক উত্তর লিখলেও তিনি নম্বর দিতে চাইছেন না। অভিযোগ, কিছুদিন পর থেকেই পড়ুয়ারা ওই শিক্ষকের নামে নালিশ জানাতে শুরু করে। ছেলেমেয়েরাই তাদের বাবা-মায়েরদের জানিয়েছিল, ইংরেজি হোক বা বাংলা, দুটো ভাষার মধ্যে একটাও পড়াতে পারেন না তিনি। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাস করানোর দাবিতে অকৃতকার্য অনেক পড়ুয়া আন্দোলনে নেমেছিলেন। সেই সময় একজন ছাত্রী ইংরেজিতে একটি বিশেষ বানান ভুল বলায় নেট মাধ্যমে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। সেই স্কুলের একজন অভিভাবক সেই প্রসঙ্গ তুলেই বলেছেন, 'ছাত্র-ছাত্রীদের আর দোষ কোথায়! যদি শিক্ষকই এমন হন, তাহলে পড়ুয়ারা আর শিখবে কোথা থেকে।'

অভিভাবকের অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তারপরেই ওই শিক্ষককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সূত্রের খবর। প্রধান শিক্ষক বলেছেন, 'গ্রামবাসীরা ওই শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে ওই শিক্ষক আর স্কুলে আসেননি। তিনি আর এই স্কুলে আসবেন কী না তা আমার জানা নেই। শনিবার মিঠুন সাঁতরা নামের একজন শিক্ষক স্কুলে যোগ দিয়েছেন। আশা করি এবার স্কুলে পঠন পাঠন স্বাভাবিকভাবে চলবে।' এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন অভিভাবক বলেছেন, 'ওই শিক্ষকের পড়ানোর ন্যূনতম যোগ্যতাটুকু ছিল না। তাঁর হাতে আমাদের গ্রামের পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। তাই ওই শিক্ষকের অপসারণের দাবিতে সরব হয়েছিলাম আমরা। নতুন শিক্ষক স্কুলে যোগ দেওয়ায় গ্রামবাসীরা স্বস্তি অনুভব করছেন।'