"মুকুল বিনা হতাশ কৈলাস, তৃণমূলে নিন", টুইট করে বিজেপি নেতাকে ফের কটাক্ষ তথাগতর
এক বিজেপি কর্মীর কুরুচিকর টুইট রিটুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে এবার গেরুয়া শিবির বেশ বড় মার্জিনে তৃণমূল কংগ্রেসের (TMC) কাছে পরাজিত হয়েছে। তারমধ্যে সম্প্রতি বঙ্গ বিজেপির (BJP) দলের মধ্যে কোন্দল চরমে উঠেছে। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy) গেরুয়া ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছেন। এক কথায় বলতে গেলে জেরবার দশা বঙ্গ বিজেপিতে। এই পরিস্থিতিতে ফের বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy) কটাক্ষের মুখে পড়লেন মুকুল ঘনিষ্ঠ এক বিজেপি নেতা। তিনি আর কেউ নন, তিনি হলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailsh Vijaybargya)। আসলে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপিতে কাজ করতেন। এমনকি জানা গিয়েছে মুকুল রায় তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিলে কৈলাস বিজয়বর্গীয় তাকে ফোন করে বারণ করে। কিন্তু শেষ পর্যন্ত তা আটকানো যায় নি। এই পরিপেক্ষিতে তথাগত রায়এক বিজেপি কর্মীর টুইটকে হাতিয়ার করে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে তীব্র কটাক্ষ করেছেন।
আসলে ১১ জুন দিবাকর দেবনাথ নামক একজন বিজেপি কর্মী মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় সক্ষতা নিয়ে টুইট কটাক্ষ করে লেখেন, "মমতা পিসি এই ভেদো বিড়ালটাকে তৃণমূলে নিয়ে যাও। মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে। সারাদিন মুকুলের সাথে ফিসফিস গুজগুজ করত।" সেই টুইট আজ অর্থাৎ রবিবার রিটুইট করে তথাগত রায় লেখেন, "দলের প্রতি বিশ্বস্ত এক বিজেপি কর্মীর টুইটটিকে ইংরেজিতে অনুবাদ করছি। এতে আমি কিছু যোগ করব না বা কিছু বাদ দেব না।" প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াতে দলবিরোধী কথা বলার জন্য তথাগত রায়কে কেন্দ্রীয় দল আগেই সতর্ক করেছিল।কিন্তু তাতেও তিনি থামছেন না। বারংবার রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষবান ছুড়ে দিচ্ছেন তিনি।