মুকুলের বিধায়ক পদ খারিজের জন্য তোড়জোড় শুভেন্দুর, নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ
মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশে তুলে নেওয়া হয়েছে
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফলাফলের পর থেকেই দলে ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে। একাধিক নেতা আবারও তাদের পুরনো দল তৃণমূলে ফেরার জন্য চেষ্টা করছেন। এরমধ্যেই কিছুদিন আগে দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের জয়ী বিধায়ক মুকুল রায় (Mukul Roy) দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) ফিরে এসেছেন। এই মুকুল রায়ের দল পরিবর্তন নিয়ে উথাল পাথাল গোটা বঙ্গ রাজনীতি। তৃণমূলের ফিরে যাওয়া মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) আজ অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যার সারমর্ম এই যে মুকুল রায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটবে গেরুয়া শিবির। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করে চিঠি তৈরি হয়েছে। সম্ভবত আজ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই চিঠি পৌঁছে যাবে। এছাড়াও শুভেন্দু অধিকারী হুংকার দিয়ে বলেছেন খুব শীঘ্রই দলত্যাগ বিরোধী আইন লাগু করা হবে।
অন্যদিকে, বিজেপি ছাড়ার পরই মুকুল রায় সিআইএসএফের ডিজি কে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছেড়ে দিতে চেয়ে ছিলেন। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন মিলতেই কেন্দ্রের নিরাপত্তা তুলে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে আজ মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। অবশ্য এতে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। তৃণমূল কংগ্রেস যোগদান করার আগে বিজেপি তে থাকার সময় মুকুল রায়কে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতো। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেই কেন্দ্রের নিরাপত্তা ছেড়ে দেওয়ার জন্য চিঠি লিখেছিলেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজসংকেত মিলতেই তা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য। রাজ্যের নিরাপত্তারক্ষীরা মুকুলের বাড়িতে পৌঁছে গিয়েছেন।