অন্তর্কলহ নাকি অন্য কারণ? শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর তুঙ্গে জল্পনা
না জানিয়ে অন্তর্ভুক্তি, যদিও এই তত্ত্ব মানতে নারাজ ওয়াকিবহাল মহল
ফের বিজেপির (BJP) জেলাস্তরে অন্তর্কলহ প্রকাশ্যে। অশোক দিন্দার পর তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও সূত্রের দাবি, না জানিয়ে বিরোধী দলনেতাকে জেলাস্তরের কিছু গ্রুপে যুক্ত করা হয়েছিল। তাই তিনি বেরিয়ে গেছেন।
সম্প্রতি বিজেপির একাধিক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। তার সাম্প্রতিক সংযোজন অশোক দিন্দা। এরপরেই শুভেন্দু অধিকারীর গ্রুপ ছাড়ার ঘটনায় নতুন করে চাপানউতোর তৈরি হল, বলছেন ওয়াকিবহাল মহল।
যদিও রাজনৈতিক মহল এই কথা মেনে নিতে নারাজ। তাঁদের দাবি, বিজেপির অন্দরে অন্তর্কলহের কারণেই এইসব ঘটছে। আগেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ চাঞ্চল্যকর তো বটেই। এ নিয়ে বিজেপির একাংশ আবার পাল্টা দাবি করেছেন, তিনি রাজ্যের বিরোধী দলনেতা। তাঁকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। জেলাস্তরের সমস্ত গ্রুপে থাকা সম্ভবপর নয়। তবে তাঁরা যাই বলুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ।