রাম মন্দির নির্মাণে ২ লক্ষ ৪০ হাজার টাকা চাঁদা দিলেন শুভেন্দু অধিকারী
শুভেন্দুর পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের দপ্তরে চাঁদা দিয়েছেন দিলীপ ঘোষও
অযোধ্যার পুণ্যভূমিতে রাম মন্দিরের নির্মাণকাজে ইতিমধ্যেই অনুদান দিয়েছেন ও দিচ্ছেন দেশের সমস্ত প্রান্তের মানুষ। মকর সংক্রান্তির দিন থেকেই ১০, ১০০ ও ১০০০ টাকার কুপনের মাধ্যমে সারা দেশ থেকেই এই অনুদান সংগ্রহ শুরু হয়। রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল, খেলোয়াড় থেকে অভিনেতা, বাদ যায়নি কেউই। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীরাও মুক্তহস্তে দান করেছেন মন্দিরের সেবায়। এবার সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীও নাম লেখালেন সেই খাতায়। কলকাতার ৩৩ নম্বর ভূপেন বোস অ্যাভিনিউএর বিশ্ব হিন্দু পরিষদের দপ্তরে গিয়ে দু'লক্ষ চল্লিশ হাজার টাকার অনুদান দিলেন তিনি। প্রাক্তন সাংসদ হেতু সেই তহবিল থেকেই এই অর্থ তুলে দেন পরিষদের পূর্বাঞ্চলীয় সম্পাদক অমিয় সরকারের হাতে।
এই অর্থ তুলে দিতে পেরে প্রশান্তির সাথে বলেন পেনশনের টাকা থেকেই এই সাহায্য করলেন। সাধারণ মানুষকেও এই অনুদানে এগিয়ে আসার জন্য অনুরোধ করে বলেন, "আর্থিক পরিমাণটা বড় কথা নয়। সবাইকে বলব যাঁর যা সামর্থ আছে দিন। ১০ টাকা করে দিলেও হবে।" এদিন রাম মন্দিরের জন্য চাঁদা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। ৫১ হাজার টাকা অনুদান দিয়ে তিনি বলেন,"হিন্দু না হয়েও বহু মানুষ সাহায্য করছেন। মুসলিমরাও মেনে নিয়েছেন রাম মন্দিরকে। বহু মুসলিম রামকে রাষ্ট্র পুরুষ মানেন এবং তাঁরাও এই কাজে আর্থিক সহযোগিতা করবেন।" সম্পাদক অমিয় সরকার বলেন প্রত্যেকের সহযোগিতায় এই মন্দির গড়ে ওঠার স্বার্থে তারাই পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে।