উত্তরবঙ্গে তৈরি হচ্ছে আরও দুই পুরসভা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/08/2021   শেষ আপডেট: 06/08/2021 10:01 a.m.
-

বর্তমানে রাজ্যে পুরসভার সংখ্যা ১১২

রাজ্যে পুরসভা নির্বাচনের আগেই দুই নতুন পুরসভা নির্মাণের প্রস্তাব আনল নবান্ন। দুটিই স্থান পাবে উত্তরবঙ্গে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। উত্তরের ময়নাগুড়ি ও ফালাকাটায় তৈরি হতে চলেছে পুরসভা। ইতিমধ্যেই সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়ে গেছে ওই দুই অঞ্চলে।

রাজ্যে এই মুহূর্তে রয়েছে ১১২ টি পুরসভা। এখনো রাজ্যের একটি বিরাট অংশজুড়ে গ্রাম পঞ্চায়েতের দ্বারাই স্থানীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়। তবে পুরসভা নির্মিত হলে সমস্ত কাজের ক্ষেত্রেই উন্নয়নমুখী হবে এলাকা, সেই কথা মাথায় রেখেই এই দুই গুরুত্বপূর্ণ অঞ্চলে পুরসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলত রাজ্যে পুরসভার সংখ্যা বেড়ে হবে ১১৪।

ইতিমধ্যেই অতিসত্বর পুরসভা নির্বাচনে দাবিতে সরব হয়েছে রাজ্য বিজেপি। তবে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় এখনই উপনির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য। এই কাজে নির্বাচন কমিশনকে প্রয়োজন, তাই সাতটা উপনির্বাচন মিটে গেলে পুরভোটের কাজ শুরু করা যাবে, দাবি মুখ্যমন্ত্রীর।