দুর্গাপুজোয় সংক্রমণ রুখতে নয়া বিধিনিষেধ উদ্যোক্তাদের, তৎপর প্রশাসনও
যেকোন মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর
দুর্গাপুজোর কেনাকাটায় ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে রাস্তায়। ফলে কয়েকদিনেই কলকাতায় সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে।
আরও পড়ুন
অসতর্ক হলে পুজোয় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে পুজো কমিটিগুলি জারি করেছে একগুচ্ছ নতুন বিধিনিষেধঃ
- পুজোয় জনসমাগম নিয়ন্ত্রণের জন্য সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করছেন উদ্যোক্তারা
- মন্ডপে দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব ঠিকমত বজায় থাকছে কিনা, তাঁরা মাস্ক ব্যবহার করছেন কিনা দেখার জন্য প্রচুর স্বেচ্ছাসেবক থাকছেন
- বহু পুজোমন্ডপে অষ্টমীর ভোগ বিতরণের সময়ে দর্শনার্থীদের প্রবেশ এবং সিঁদুর খেলার অনুমতি নেই
- মন্ডপগুলিতে যথেষ্ট স্যানিটাইজার ও মাস্ক মজুত থাকছে
সম্প্রতি কেরালায় ওনাম উৎসবের পর সংক্রমণ বেড়েছে বহুগুণ। কলকাতাও কি সে পথেই হাঁটবে? আপাতত সেদিকেই তাকিয়ে দেশ।