সুন্দরবন চলে আসছে হাতের নাগালে
তৈরি হচ্ছে ২২টি সেতু
সুন্দরবনের প্রতি প্রবল আকর্ষণ ভ্রমণপিপাসুদের৷ শুধু দেশের ভিতরের নয়, বিদেশের অনেক পর্যটকও প্রতি বছর সুন্দরবন বেড়াতে আসেন বাঘ, কুমির, বাদাবনের প্রবল টানে৷ এবার আরও সহজ হতে চলেছে সুন্দরবন যাতায়াত৷ আগামী বছরের আগেই ২২টি সেতু জুড়ে দেবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ছড়িয়ে থাকা এই অঞ্চলের ব্লকগুলিকে৷
সুন্দরবন নদীবহুল এলাকা৷ স্বাভাবিক ভাবেই যাতায়াত এখানে বেশ কঠিন৷ এই সমস্যা দূর করতে রাজ্য সরকার আগামী বছরের মধ্যেই ১২টি বড় ও ১০টি ছোট সেতু বানাবার পরিকল্পনা করেছে৷ উত্তর ২৪ পরগণার সুন্দরবন এলাকায় সেতু তৈরি হবে বালি–বোয়ালিয়া, বিদ্যাধরী ও গোমতী নদীতে৷ দক্ষিণ ২৪ পরগণায় হবে মাতলা, মণি, বিদ্যা ইত্যাদি ১৯টি নদীতে৷ ফলে সড়কপথে এবার থেকে যাতায়াত অনেক সহজ হয়ে যাবে৷ এতে গরিব এই এলাকাগুলিতে কর্মসংস্থানও হবে ব্যাপক পরিমাণে৷ পর্যটন ব্যবসায় জোয়ার আসবে, ফলে উজ্জ্বল হবে আঞ্চলিক অর্থনীতিও৷